
“ব্যচেলরস এন্টারপ্রাইজ” গল্পের শুরু বন্ধুত্ব থেকে। ভিন্ন ভিন্ন পরিবারের চারজন বন্ধু একসাথে হয়ে একটি ব্যচেলর বাসায় উঠি যার নাম দেই “ব্যচেলরস হ্যাভেন”। “ব্যচেলরস হ্যাভেন” নামক বাসাটি ব্যচেলরস এন্টারপ্রাইজের আঁতুড়ঘর। পড়াশোনার পাশাপাশি ২০১৬ সালের নভেম্বরের ০১ তারিখে আমাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু হয় “ব্যচেলরস হ্যাভেন” থেকেই, তাই কোম্পানির নাম দেই “ব্যচেলরস এন্টারপ্রাইজ”।
পানি মানব জীবনের জন্য অপরিহার্য। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিশুদ্ধ বা সুপেয় পানির সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা পানি নিয়ে কাজ করার সিধান্ত গ্রহণ করি। বর্তমানে ব্যচেলরস এন্টারপ্রাইজ বাসাবাড়ি, কমার্শিয়াল এর পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করছে। দেশব্যাপী সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা সুনামের সাথে সেবা প্রদান করছি। আমাদের প্রধান শক্তি আমাদের একনিষ্ঠ টিম মেম্বার। যাদের ঐকান্তিক প্রচেষ্টায় ব্যচেলরস এন্টারপ্রাইজ সামনে এগিয়ে চলছে। আমার প্রিয় সহকর্মী ও গ্রাহকদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমাদের লক্ষ্য সবাইকে নিয়ে ভালো থাকা ও একত্রে উন্নতির শিখরে উঠা। আমরা প্রতিযোগিতা নয় বরং সহযোগিতায় বিশ্বাস করি। অনেক অনেক মানুষের জীবনে সরাসরি ভূমিকা রেখে জীবন শেষ করতে চাই। কোম্পানির উন্নয়নের মাধ্যমে দেশ ও বৈশ্বিক উন্নয়নে অংশীদার হওয়ার স্বপ্ন দেখি।
দোয়া ও ভালোবাসা কামনায়
বুলবুল ইসলাম
ম্যনেজিং পার্টনার
ব্যচেলরস এন্টারপ্রাইজ